Be a Trainer! Share your knowledge.
Home » javascript » নতুনভাবে সহজেই জাভাস্ক্রিপ্ট শিখুন।with Prantik Sarder(part-1)[ভূমিকা]

Subscribe Our Youtube Channel!

নতুনভাবে সহজেই জাভাস্ক্রিপ্ট শিখুন।with Prantik Sarder(part-1)[ভূমিকা]

Open With TrickBD06

জাভাস্ক্রিপ্ট শেখার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম! তো জাভাস্ক্রিপ্ট হল একটি ক্লাইন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ বা ব্রাউজার স্ক্রিপ্টিং। ক্লাইন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ এর অর্থ হচ্ছে ব্রাউজার এই স্ক্রিপ্টগুলোকে run/execute করবে। ক্লাইন্ট সাইড এর বিপরীত হল সার্ভার সাইড, সার্ভার সাইড ল্যাংগুয়েজ গুলোর কোড ওয়েব সার্ভার এর মাধ্যমে execute/run হয়। ** JAVA এবং Javascript সম্পূর্ন আলাদা ল্যাংগুয়েজ। JAVA হচ্ছে পূর্নাঙ্গ একটা অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ আর Javascript হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ। জাভাস্ক্রিপ্ট ও প্রোগ্রামিং ল্যাংগুয়েজ তবে এটা শুধু ব্রাউজারে কাজ করে যেখানে JAVA দিয়ে সম্পূর্ন আলাদা এপ্লিকেশন বানানো যায় যেটা পিসিতে রান করে। ** Javascript এর অনেক কিছু বিশেষ করে syntax গুলি JAVA থেকে ধার করা তবে জাভাস্ক্রিপ্ট শিখতে JAVA বা কোন ল্যাংগুয়েজ আগে থেকে জানার প্রয়োজন নেই। ** জাভাস্ক্রিপ্ট মুলত ৩টি জিনিস নিয়ে তৈরী ১. ECMAScript (এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মুল অংশ বা core functionality) ২. DOM (Document Object Model - ওয়েব পেজের কনটেন্টের সাথে কাজ করে) এবং ৩. BOM (Browser Object Model - ব্রাউজারের সাথে কাজ করে) জাভাস্ত্রিপ্ট এর সাহায্যে একটা HTML পেজে নানান ধরনের ইফেক্ট বা আকর্ষণীয় জিনিস তৈরী করা যায় এছাড়া ফর্ম ভেলিডেশন এবং এজাক্সের কাজও করা যায়। বহুল পরিচিত কাজের মধ্যে আছে ঘরি Mouse Trailers ( site ব্রাউজ এর সময় মাউস এ সৃষ্ট এনিমেশন) ড্রপডাউন মেনু Alert মেসেজ পপআপ উইন্ডো ফর্ম ভেলিডেশন স্লাইড শো চলন্ত খবর আরও অনেক... জাভাস্ক্রিপ্ট শুরু করার আগে আপনাকে অবশ্যই এইচটিএমএল সম্বন্ধে ভাল জানতে হবে।
2020 ago [02-03-20 (11:09)]

About Author

admin
author

Share post:
Wilibn.com ad

No responses to নতুনভাবে সহজেই জাভাস্ক্রিপ্ট শিখুন।with Prantik Sarder(part-1)[ভূমিকা]

    Be first Make a comment.

Leave a Reply

You must be logged in to post a comment.
©All copyright reserved 2019-2021.
HTML hit counter - Quick-counter.net